Home

হাজ্জের প্রি রেজিষ্ট্রেশন ও
প্রাথমিক নিবন্ধন চলছে

জুয়েল এভিয়েশন সার্ভিসেস এর মাধ্যমে ২০২৬ সালে
পবিত্র হাজ্জের জন্য প্রি-রেজিস্ট্রেশন করুন।

৮ অক্টোবর ২০২৫ প্যাকেজের
উমরাহ বুকিং চলছে

উমরাহ একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত, যা হজের মতো
সৌদি আরবের মক্কা শহরে কাবা শরিফ তাওয়াফ ও
নির্দিষ্ট আমল দ্বারা সম্পন্ন হয়। সারা বছর যেকোনো সময়
মুসলমানরা এটি পালন করতে পারেন।

এয়ার টিকেটিং এ আস্থার প্রতিষ্ঠান

টিকিটিং আমাদের একটি গুরুত্বপূর্ণ সেবা,
যার মাধ্যমে বিমান টিকিট সহজে বুক করতে পারেন।
জুয়েল এভিয়েশন সার্ভিসেস বিশ্বস্তভাবে আন্তর্জাতিক
ফ্লাইটের টিকিট সরবরাহ করে থাকি।
নির্ভরযোগ্যতা, সাশ্রয়ী মূল্য ও দ্রুত সেবা আমাদের বৈশিষ্ট্য।

আমাদের সেবা সমূহ​

হজ্জ

hajj f
নিজস্ব হজ্জ এজেন্সির মাধ্যমে অভিযাত ও সাধারণদের জন্য ভিন্নভিন্ন, ভিআইপি ও ইকোনোমি প্যাকেজে হজ্জ ব্যবস্থাপনা । → অভিজ্ঞ, প্রাজ্ঞ ও আলিম গাইডের মাধ্যমে মক্কা, মিনা, মুযদালিফা ও আরাফায় হজ্জের যাবতীয় বিধান সম্পাদন। → হজ্জের পূর্বে অনুশীলন ভিত্তিক হজ্জ প্রশিক্ষণ এবং হজ্জ চলাকালিন সার্বিক দিক নির্দেশনা প্রদান । → হজ্জ যাত্রীর চাহিদা মোতাবেক একক, গ্রুফ ও ফ্যামেলী প্যাকেজের ব্যবস্থা করা। বয়স্ক ও মহিলা হজ্জযাত্রীদের হজ্জ আদায়ে সবধরনের সহযোগীতা প্রদান ।

উমরাহ

umrah
→ হজ্জ মৌসুম বাদে সারা বছর যাত্রীদের চাহিদা মুতাবেক ভিআইপি ও সাধারণ উমরা প্যাকেজের ব্যবস্থা করা। → উমরায় একক, গ্রুফ ও ফ্যামেলী প্যাকেজের ব্যবস্থা করা। → মক্কা ও মদীনায় গাইডের মাধ্যমে উমরা ও যিয়ারার যাবতীয় কার্য্য সম্পাদন।

টিকেটিং

ticketing
আপনার পবিত্র হজ্জ ও ওমরাহ যাত্রা হোক আরামদায়ক, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত—এই লক্ষ্যেই জুয়েল এভিয়েশন নিয়ে এসেছে বিশেষ টিকেটিং সার্ভিস। আমরা সরাসরি সৌদি আরবগামী ফ্লাইটের (জেদ্দা, মদিনা) জন্য নির্ভরযোগ্য এয়ারলাইন্সের সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করি। আমাদের অভিজ্ঞ টিম আপনাকে টিকেট বুকিং থেকে শুরু করে যাত্রার দিন পর্যন্ত সম্পূর্ণ সহায়তা দেবে। ফ্লাইট সময়, সিট পছন্দ, ট্রানজিট সুবিধা ও যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে আমরা দ্রুত সমাধান দিই।

Jewel Aviation Services

Jewel Aviation Services প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল হজ, উমরাহ এবং এয়ার টিকিটিং সেবাকে আরও সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য করা। আমরা গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি সেবায় পেশাদারিত্ব নিশ্চিত করি। সময়োপযোগী প্রযুক্তি, দক্ষ টিম ও আন্তরিক সেবার মাধ্যমে আমরা দেশের হজ্জ ওমরাহ এবং টিকেটিং এর জন্য একটি স্বচ্ছ ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা আপনাদে পাশে থেকে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।

— প্রোপ্রাইটর- Jewel Aviation Services

55555

Mohammad Abu Saleh Rahmani

প্যাকেজ

হজ্জ প্যকেজ

hajj f

হজ্জ- ২০২৬ এর জন্য প্রি-রেজিস্ট্রেশন ও বুকিং শুরু হয়েছে

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এটি প্রতিটি সামর্থ্যবান মুসলমানের জন্য একবার জীবনে পালনীয় ফরজ ইবাদত। প্রতিবছর বাংলাদেশ থেকে হাজারো মুসলমান সৌদি আরবে হজ পালন করতে যান।

উমরাহ প্যকেজ

umrah

ওমরাহ এর জন্য প্রি-রেজিস্ট্রেশন ও বুকিং শুরু হয়েছে

উমরাহ একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত, যা হজের মতো সৌদি আরবের মক্কা শহরে কাবা শরিফ তাওয়াফ ও নির্দিষ্ট আমল দ্বারা সম্পন্ন হয়। সারা বছর যেকোনো সময় মুসলমানরা এটি পালন করতে পারেন।

টিকেটিং প্যকেজ

ticketing

বিমানের টিকেট বুকিং দিন

টিকেটিং হলো যাত্রীদের ভ্রমণের জন্য বিমান, ট্রেন বা বাসের টিকিট বুকিং ও সরবরাহের একটি প্রক্রিয়া। আধুনিক টিকেটিং সিস্টেম অনলাইনের মাধ্যমে দ্রুত ও সহজভাবে টিকিট নিশ্চিত করে গ্রাহকের সময় ও ভ্রমণকে সহজ করে তোলে।

আমাদের সম্পর্কে

Jewel Aviation Services:
জুয়েল এভিয়েশন সার্ভিসেস একটি নির্ভরযোগ্য ও অভিজ্ঞ প্রতিষ্ঠান যা হজ, উমরাহ, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান টিকিটিং এবং ভ্রমণ সংক্রান্ত নানা সেবা দিয়ে থাকে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও সময়নিষ্ঠতার বিষয়টি মাথায় রেখে জুয়েল এভিয়েশন শুরু থেকেই মানসম্মত সেবা দিয়ে আসছে।

এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ টিম রয়েছে যারা যাত্রীদের প্রয়োজন অনুযায়ী দ্রুত ও নির্ভুলভাবে বুকিং এবং ভিসা প্রসেসিং সম্পন্ন করে। হজ ও উমরাহ যাত্রীদের জন্য বিশেষজ্ঞ দল ধর্মীয় নিয়ম-কানুন মেনে পুরো সফর পরিচালনায় সহায়তা করে। গাইড, আবাসন, স্থানীয় পরিবহনসহ পূর্ণ প্যাকেজ সেবা প্রদান করা হয়, যাতে যাত্রীরা সম্পূর্ণভাবে ইবাদতে মনোনিবেশ করতে পারেন।

জুয়েল এভিয়েশন বিশ্বব্যাপী বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করে, যার ফলে প্রতিযোগিতামূলক মূল্য এবং সর্বোত্তম সেবা নিশ্চিত করা সম্ভব হয়। আন্তর্জাতিক টিকিটিং ছাড়াও দেশীয় রুটে টিকিট বুকিং ও পরিবর্তন সেবাও এখানে সহজলভ্য।

প্রতিষ্ঠানটি প্রযুক্তি-নির্ভর সেবা প্রদানেও অগ্রগামী। অনলাইন বুকিং, ফোন বা সরাসরি অফিসে এসে সেবা গ্রহণ – সবই এখানে দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হয়। যাত্রীদের জিজ্ঞাসা, সমস্যা কিংবা পরামর্শের জন্য রয়েছে নিবেদিত কাস্টমার কেয়ার সাপোর্ট।

সব মিলিয়ে, জুয়েল এভিয়েশন সার্ভিসেস একটি বিশ্বস্ত নাম যেখান থেকে একজন যাত্রী শুধু একটি টিকিটই নয়, বরং একটি নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত ভ্রমণের পূর্ণ অভিজ্ঞতা পান। আপনার আকাশ যাত্রার সঙ্গী হিসেবে জুয়েল এভিয়েশন হতে পারে সঠিক ও নির্ভরযোগ্য পছন্দ।

সবার আগে জানুন

হজ ও উমরাহ প্যাকেজ, বিশেষ বিমান ভাড়ার অফার এবং নিরবচ্ছিন্ন ভিসা সহায়তার আপডেট পেতে
আমাদের সাথেই থাকুন এবং আমাদের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন।
“মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের (কাবা) হজ করা ফরজ, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। আর কেউ যদি অস্বীকার করে, তবে আল্লাহ সমস্ত সৃষ্টির মুখাপেক্ষী নন।” — (সূরা আলে ইমরান, আয়াত ৯৭)